চাঁদপুরের হাইমচরে বিদ্যুৎ এর তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে, জানাযায়,হাইমচরের ২নং আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামে আনোয়ার হোসেন (৫৫) নামে একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুন) সকালে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন এসডিএস (শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) অফিসের নির্মাণ কাজ করতে গিয়ে পানির মোটর লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই করুনভাবে মৃত্যুবরণ করেছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন পেশায় একজন রাজ মিস্ত্রি। সেই কাজ করার জন্য প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কমলাপুর গ্রামের কর্মস্থলে পৌঁছিয়ে বিদ্যুৎ স্পৃষ্টের দূর্ঘটনা ঘটায়। যদিও তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে এসডিএস হাইমচরের কো-অর্ডিনেটর নিগার সুলতানা বলেন, আনোয়ার হোসেন কে অফিস নির্মানের জন্য কন্টাক্ট দিয়েছিলাম। প্রতিদিনের মতো তিনি কাজ শুরু করেন এবং পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হওয়ার খবর শুনতে পেয়েছিলাম। পরে তাকে হাসপাতালে নিলে সেখানে দেখতে যাই এবং চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আমরা তার পরিবারের জন্য এসডিএস এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করবো।
আপডেট টাইম : বৃহস্পতিবার, জুন ২, ২০২২, ১০৮ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- সোমবার (বিকাল ৪:১০)
- ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
- ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি
- ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)