চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে ফরিদগঞ্জের সাজ্জাদ হোসেন সুমনের বিশাল বহর নিয়ে যোগদান

 

 

মোশারফ হোসেন ফারুক ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ সুমন’র নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মোটর সাইকেল ও গাড়ীর বিশাল বহর নিয়ে যোগদান করা হয়েছে। শনিবার (১১জুন) সকালে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে মোটর শোভাযাত্রা শুরু করে। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে চাঁদপুরের দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেয় নেতাকর্মীরা।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ সুমন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পাটির্র সভাপতি আব্দুল আউয়াল মিয়াজি ও সাধারণ সম্পদক সাইফুল ইসলাম সাউদ, সহসভাপতি ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি মো.হারুন অর রশীদ, সহসভাপতি মো. ওহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পদক মামুন হোসেন , যুগ্ম সাধারণ সম্পদক মাহফুজ শেখ, যুব বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল ,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুব সংহতি সভাপতি মো. স্বপন পাটয়ারী সহ  বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (ভোর ৫:৪২)
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১