মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে পঞ্চাশ শতাংশ ভূর্তুকি মুল্যে ছয়জন কৃষকের মাঝে হারভেষ্টার মেশিন (ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ভূর্তুকি মুল্যে এই হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে এসব মেশিনের চাবী কৃষকের হাতে তুলেদেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নিরু ছামছুন্নাহার,সহকারী কমিশনার (ভূমি) মোছা. শামীমা আক্তার জাহান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.রুম্মান আক্তার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা.হাসিনা ভুইয়া প্রমুখ।
উপজেলা কৃষি অধিদপ্ত সুত্রে জানা গেছে, পঞ্চাশ শতাংশ ভূর্তুকি মুল্যে এসব ধানকাটা যন্ত্র বিতরণ করা হয়েছে। যার অর্ধেক মুল্য কৃষক দিয়েছেন আর বাকি অর্ধেক সরকার বহন করবেন।