৫ আগস্ট ২০২২ ইং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে। চাঁদপুর জেলা স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী মঞ্চে বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে উদযাপন কার্যক্রম শুরু করা হয়। স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নের সম্মেলন কক্ষে কোরানখানি ও দোয়া মাহফিলান্তে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, চাঁদপুর জনাব কামরুল হাসান। পরবর্তীতে তিঁনি চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ে গাছের চারা রোপণ করেন এবং যুবসমাজের মাঝে চারা বিতরণ করে দিবসটি উপলক্ষ্যে যুবসংগঠনের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন।
আপডেট টাইম : শুক্রবার, আগস্ট ৫, ২০২২, ১৪৭ বার পঠিত
