মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন
অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-রাজশাহি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১৪) আগষ্ট বিকেল ৩ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দাবী করে বলেন,মহাসড়কে অবৈধ যানবাহন মাটিবহন কারী ট্রাক্টর ও লাইসেন্স বিহিন ট্রলী চলাচল বন্ধ কর, চালকের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস নিশ্চিত সহ দুর্ঘটনার কবলিত নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরনের দাবী জানায়।

এসময় প্রথম সংবাদ বন্ধু ফোরামের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম সংবাদ এর সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, জেলা বাসদ এর সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠুন, এবিএম হাবিবুর রহমান হাবিব, রশিদুল আলম রশিদ, খোরশেদ আলম রাজু, অন্তর আহম্মেদ,শামিনুর রহমান, রুবেল হোসেন, মাজেদুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য, মহাসড়কের পাশে মহাদেবপুর উপজেলার ভীমপুর মৌজায় ‘একটি আধুনিক সাইলো’ নির্মাণে ১৫ একর জমিতে প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটির ভরাটের কাজ করা হচ্ছে। ১৩ আগষ্ট বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মাটি বহনের ট্রাক্টরকে পাশ কাটতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে লেকের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। সেই দিন সন্ধায় একয় স্থানে বৃষ্টির পানিতে রাস্তায় পড়ে থাকা মাটিতে কাঁদা হয়ে সন্ধা ৬ টায় দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন সহ গুরুত্বর আহত-৩ জন হয়। এছাড়াও গত ২৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা মোড়ে ট্রাকের সাথে
সিএনজি সংঘর্ষে চার শিক্ষকসহ ৫ জন মারা যায়।
দূর্ঘটনায় নেপথ্যে দ্বায়ী মাটিবাহি অবৈধ ট্রাক্টরের আগমী ২৬ আগষ্ট মধ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।#

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৭:২৭)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১