ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু

 

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে পানিতেপড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে  হারিছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।  ১৬ আগষ্ট মঙ্গলবার সকালে

এ দুর্ঘটনা ঘটে। নিহত হারিছা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেন’র স্ত্রী।

জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে হারিছা বেগম হাঁটতে বের হয়। হাঁটার সময় বাড়ির পাশের পুকুরে মাছ ভাসতে দেখে সে  পুকুরে নামে। এসময় পল্লী বিদ্যুতের তারের ছেড়া অংশ পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। স্থানীয়রা পুকুরের পানিতে  লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন অব্যস্থাপনার কারনেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকদিন যাবত পল্লী বিদ্যুতের তার এলো-মেলো পুকুরের উপর পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের লোকজনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের পরিচালক প্রকৌশলী কামাল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৩৯)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১