চট্টগ্রামের রাউজানে দেশি-বিদেশী ৬টিঅস্ত্র ও ১১৩ রাউন্ড বুলেটসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার

 

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে দেশি-বিদেশী অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত রাউজানের বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে রাউজান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।এসয়ম তাদের কাছ থেকে একে-২২ রাইফেল দুইটি,পিস্তল একটি, থ্রি-নট-থ্রি রাইফেল একটি, একনলা বিশিষ্ট বন্দুক একটি, এলজি একটিসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র, ১১৩ রাউন্ড বুলেট, ১০টি শর্টগানের কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন- উপজেলার রাজাপাড়া ইউনিয়নের মৃত গোলাম হোসেনের ছেলে মো. নুরুল আবছার (৪৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান টিটু (৫৫), হাটহাজারীর কুয়াইশ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)।বুধবার (১৭ আগস্ট) নগরীর দুই নম্বর গেট এলাকার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।তিনি বলেন, গ্রেপ্তার তিনজন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর অনুসারী।তারা শান্তির জনপথ রাউজান তথা চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টিসহ খুন, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। বাংলাদেশী এক নাগরীক প্রবাসে অবস্থানরত চিহ্নিত সন্ত্রাসী তাদের পৃষ্ঠপোষকতা করছে। ধৃত তিন আসামীর মধ্যে মাস্টার মাইন্ড হিসেবে কামরুল হাসান টিটুর নাম উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে সকল অপরাধ কর্মের তথ্য উদঘাটন করে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।নিয়মিত মামলা রুজু শেষে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহমেদ, সুজন চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৪:৫৫)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০