হাতীবান্ধা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর আওতাধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৮৯/১০-এস এর নিকট হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে ঘাতুপুতা (জিআর-১৪৪৯৮৫ এমএস ৭৮ এফ/৪) বামনপাড়া, শিতলকুচি, কুচবিহার নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্বদেন অধিনায়ক, লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি, তিন্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি )। সাথে ছিলেন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীনখান, পিবিজিএমএস, জি, ০৪ জন কোম্পানী কমান্ডার সহমোট ১২ জন। বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন প্রতিপক্ষ ১৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী নাভিন মোহন শর্মা। সাথে ছিলেন এ্যাডহক জি-ও ব্যাটালিয়ন বিএসএফ এরভার প্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী ইশনারায়ন মিশরা, ডেপুটি কমান্ড্যান্ট শ্রী সত্যেন্দর সিং, ০৩ জন কোম্পানী কমান্ডার সহমোট ১২ জন।
উক্ত সৌজন্য সাক্ষাতে সীমান্ত হত্যা, বিএসএফ কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও গরু পাচাররোধ, সীমান্তে ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয়াদিও উপর আলোচনা হয়। ফলপ্রসু আলোচনা শেষে উভয়পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধদমনে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৭:৫৩)
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১