তানোরে পলাতক আসামীসহ গাঁজা উদ্ধার

 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযান চার বছরের পলাতক আসামী গ্রেফতার ও আড়াইশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নেজামপুর গ্রামের ব্রজেন মন্ডলের ছেলে শ্রী যোগেন্দ্র মন্ডল ও তাঁর স্ত্রী শ্রীমতি চায়না মন্ডল দীর্ঘদিন ধরে সিআর মামলায় ঢাকায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে, ঢাকা তুরাগ থানা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া কলমা ইউপির দরগা ডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের পুত্র সিআর মামলার আসামি মমিনুল ইসলাম ও কামারগাঁ ইউপির পারিশো মিরাপুর গ্রামের আসছার আলীর পুত্র আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আরেকটি পৃথক অভিযানে কলমা ইউনিয়নের নয়টিপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আড়াইশো গ্রাম গাঁজাসহ মৃত আবুল হোসেনের পুত্র আব্দুর রহমান(৪৫) ও মৃত আনিছুর রহমানের পুত্র আবুজার(২৫)কে গ্রেফতার করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

সারোয়ার হোসেন
২৭ আগস্ট /২০২২ইং

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৭:০৫)
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০