পিরোজপুরের নেছারাবাদে বিএনপি’র সমাবেশে হামলায় আহত ১২

 

পিরোজপুর প্রতিনিধি :

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার পৌর বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন।

আহতরা হলেন, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আশ্রাফুল আলম সজল (২৮), জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম (৩৫), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান,  সরকারী স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: হাসিবুর রহমান (২৪), যুবদল নেতা মোঃ ইমাম হোসেন (৪২) স্বেচ্ছাসেবকদল নেতা বেল্লাল (৩২), ফয়সাল মিয়া (২৭), মোঃ রাজু মিয়া (২৬), সাইফুল ইসলাম (৩৫), মো: সজিব আকন (২৮), ছাত্রদল নেতা আকাশ (২৬), মোঃ আকিব (২৭), মাহমুদ হাসানছি২৫), সালেহ আহমেদ (২৭), শরিফুল ইসলাম (২৪), মোঃ আকিব (২৫)।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন আরো জানান, আজ দুপুরে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে উপজেলার পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ ছিল। জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌছানোর আগে পথেই প্রথমে তাদের উপর ব্রিজের উপর থেকে ট্রলারে ইট নিক্ষেপ করে হামলা করা হয়। পরে বিএনপির কার্যালয়ের ইট ছুড়ে ও পাইপ-লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১২ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গাজী নুরুজ্জামান বাবুল জানান, নেছারাবাদে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী হামলার স্বীকার হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাই।

স্বরুপকাঠী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  সৈয়দ সহিদ উল আহসানকে এ ঘটনাকে অস্বীকার করে বলেন কাদের প্রগ্রাম ছিলো আর কেউ সেখানে হামলা করছে কি না আমার জানা নাই। অহেতুক কাউকে দোষারোপ করা ঠিক না।

তবে এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির মো: হাসান বিষয়টি অস্বীকার করে জানান,  তেমন কোন হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১:০১)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০