রাউজানের গহিরা ইউনিয়ন আ.লীগের বর্ধিত অনুষ্ঠিত

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান উপজেলা আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসাবে গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চলমান রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্নমুখি চক্রান্তের জাল বুনছে। রাউজানের সায়সদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে সকল চক্রান্ত মোকাবেলায় আ.লীগের নেতার্মীদের প্রস্তুত থাকতে হবে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি চেয়ারম্যান নুরুল আবছার বাশি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতিখার উদ্দিন দিলু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন গহিরা ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম। এসময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইফতিখার উদ্দিন দিলু বলেন, সকল মতবেদ ভুলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। প্রথান বক্তা আলহাজ্ব খোরশেদ আলম বলেন, রাউজানের উন্নয়নের রুপকার এবিএম ফজলে করিম চৌধুরী আ.লীগের গর্ব। তার নেতৃত্বে রাউজান আ.লীগ শক্তিশালী হয়েছে। আগামীতেও সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি গহিরা থেকে সর্বোচ্ছ ভোট প্রদান করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান। চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সকল দলীয় নেতাকর্মীদের নিয়ে গহিরার উন্নয়ন ও আগামী নির্বাচন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৬:০৭)
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১