ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতার বাড়ীতে মধ্যরাতে আগুন,থানায় অভিযোগ

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতার বাড়ীতে মধ্যরাতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে পৌর শহরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বুলুর
বাড়ীর সামনের বৈঠক খানা ঘরে ও শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন দেওয়ার অভিযোগ করেন তিনি।
মোঃ শফিকুল ইসলাম বুলু জানান, রোববার ১১সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় অজ্ঞাত ব্যাক্তিরা তার ফ্লাট বাসার সামনে বৈঠক খানা ঘরে আগুন লাগিয়ে দেয় এতে ঘরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। সেখানে থাকা কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এরপর তার শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন লাগিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যাক্তিরা। শোয়ার ঘরের পাশে দুটি মোটর সাইকেল ছিল যাতে আগুন লাগলে আমার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যেত। তিনি বলেন,আমার মনে হয় আমাকে ও আমার পরিবারকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য কে বা কাহারা এই অগ্নিকান্ড ঘটিয়েছে। আমি সহ আমার পরিবারের জীবন হুমকির মুখে তাই আমাদের জীবনের নিরাপত্তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফুলবাড়ী থানায় এবিষয়ে অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৪:০৯)
  • ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১