বগুড়ায় সাবেক যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে ৯ নং ওয়ার্ডে জিয়ার ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম  শাহাদৎ বার্ষিকী প্রতি ওয়ার্ডে  ধারাবাহিক ভাবে পালন হচ্ছে। গত ৩০ মে থেকে এ কর্মসুচি পালিত হয়ে আসছে। জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সিপার আল বখতিয়ারের নেতৃত্বে এবং যুবদলের সাবেক নেতৃবৃন্দের সার্বিক তদারকিতে বগুড়ায় মসজিদ-মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এ উপলক্ষে বগুড়ার এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনাগুলোতে বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা সামগ্রী  বিতরন করা হয়েছে। সোমবার বাদ আসর শহরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের খান্দার লীলা হাজীর মোড় এলাকায় অবস্থিত মিফতাহুল উলুম কওমী হাফেজিয়া মাদরাসায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক এড. নাজমুল হুদা পপন, জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা কৃষকদলের সিনিঃ যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, বিএনপি নেতা, শফিকুল ইসলাম পিটু, আতিকুল ইসলাম আতিক, জুম্মন আলী শেখ, জিতু, হীরা, পিয়াশ, কমরেড, মমি, লাবন, সঞ্জয়, মানিক, পাশা, সালাম, রাকিব, ৯ নম্বর ওয়ার্ডের রাজিব, মোমিন, আকরাম, আল আমিন, ছাত্রতো পাভেল ও রিমন প্রমুখ।

খবর বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:৪৫)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০