রাউজানে কমানো হল বাস ভাড়া- পরিক্ষার সময় মিলবে ফ্রী বাস সার্ভিস

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
যাত্রীদের কল্যাণে রাঙামাটি সরকারি কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের কাছ থেকে ৯০টাকা বাস ভাড়া থেকে ৪০ টাকা কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেছেন-রাঙামাটি মোটর মালিক সমিতি।চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানি জানিয়েছেন তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর আহ্বানে যাত্রীদের কল্যাণে এ ভাড়া কমানো হয়।একই সঙ্গে পরীক্ষা চলাকালীন সময়ে তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সৌজন্যে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী সেবা প্রদান, রাউজান থেকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস পর্যন্ত যাতায়াত ভাড়া ৭০ টাকা থেকে কমিয়ে ৬৫ টাকা করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে এক সভার মাধ্যমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানান তিনি। এসময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির আলহাজ্ব আবদুর রহমান, সহ-সভাপতি জাবের আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. মনছুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী,সহ- সম্পাদক কাজী জামাল, সাংগঠনিক সম্পাদক নবীদুল আলম,লাইন কন্ট্রোলার মো. হারুন,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মঈনুদ্দিন জামাল চিশতি,অর্থ সম্পাদক তারেক হাসান,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শরীফুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৮:১৮)
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১