চিলমারীতে পাচারের সময় ৫৫ বস্তা সার আটক

 

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পাচারের সময় ৫৫ বস্তা সার ভর্তি ১টি ট্রাক আটক করেছেন, স্থানীয় এলাকাবাসীরা। পরে উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস কে জানালে, সার গুলো জব্দ
করে থানায় নিয়ে আসেন। গতকাল রাত ৯টায় উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা জানান, নদীপথে গাইবান্দা উপজেলা সুন্দরগঞ্জ গামী ১টি ইউরিয়া সার ভর্তি ট্রাক দক্ষিণ খড়খড়িয়া এলাকা দিয়ে যাওয়ার পথে সন্দেহ হলে এলাকাবাসি ট্রাকটি আটক করেন। পরে উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষাণ
দাসকে বিষয়টি জানালে, তিনি এসে ট্রাকটি থেকে ৫৫ বস্তা সার উদ্ধার করেন। এ সময় ট্রাক চালক কে জিজ্ঞেস করা হলে তিনি জানায়, সার গুলো পার্শবর্তী এলাকা উলিপুর উপজেলার দূগার্পুর বাজার থেকে গাইবান্দা সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এ ব্যাপারে প্রয়োজনীয় চালান কপি তিনি দেখাতে ব্যার্থ হয়েছেন। তাই আটক করা সার গুলো জব্দ করে চিলমারী থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস বলেন, উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় সার গুলো থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে যদি স্বপক্ষে কোন কাগজ পত্র দেখাতে না পারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, বলে তিনি জানান। এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সরকারী বিধি মোতাবেক সরকার নিধার্রিত মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করে, বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৮:০৬)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০