রাউজানে এক বছরে প্রায় দেড় কোটি টাকার কলা,পেঁপে আঁখ উৎপাদ হচ্ছে

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ

রাউজানে ধান চাষাবাদে লোকসান হওয়ায় কৃষকরা ঝুকে পড়েছে আঁখ,সাগর কলা,পেঁপেসহ বিভিন্ন সব্জি চাষাবাদের দিকে।এসব চাষাবাদ হচ্ছে এখন হালদা নদীর চর, সর্তার খালের চর ও ডাবুয়া খালের চরে।এ বছর তিন খালের পাড়ে প্রায় দেড় কোটি টাকার কলা,পেঁপে আঁখ উৎপাদন করেছে কৃষকরা।জানা যায়,রাউজান উপজেলার গহিরা, চিকদাইর,নোয়াজিষপুর,ডাবুয়া,হলদিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত সর্তার খাল ও সর্তার খালের চরে উর্বর ফসলী জমিতে চাষ হয়েছে কলা,পেঁপে ও আঁখ ক্ষেতের।এছাড়া হালদা নদীর তীরে সাগর কলা,আঁখ ক্ষেত, পেঁপে বাগান গড়ে তোলেছে এলাকার কৃষকেরা। রাউজানের চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক মোঃ তছলিম উদ্দিন জানান,আমার বাড়ীর পাশ্ববর্তী ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় সর্তার খালের চরে ২ একর জমিতে সাগর কলা গাছের বাগান করেছি।এই বাগানে খরচ হয়েছে ১ লাখ টাকা।এতে পাঁচশত কলা ছড়া বিক্রি করেছি ২লাখ ৫০ হাজার টাকা দিয়।এছাড়াও কৃষক তছলিম সর্তা খালের চরে এক একর জমিতে পেঁপে বাগান ও ৪০ শতক জমিতে আঁখ ক্ষেতের চাষাবাদ করেন।তার এক একর পেঁপে বাগান থেকে এ পর্যন্ত১লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন।তার আঁখ ক্ষেত থেকে ৫০ হাজার টাকার আখ বিক্রি করেন।সেই একজন সফল কৃষক।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান,রাউজানের বিভিন্ন এলাকায় ১৫ হেক্টর ফসলী জমিতে কলা বাগানের চাষাবাদ করেছেন কৃষকেরা।এছাড়া ১৫ হেক্টর জমিতে আঁখ ক্ষেত, ২৩ হেক্টর জমিতে পেঁপে বাগান করেছেন।রাউজানের বিভিন্ন এলাকায় গড়ে উঠা সাগর কলা,আঁখ,পেঁপে ক্ষেতের চাষাবাদ থেকে প্রায় দেড় কোটি টাকার সমপরিমাণ ফল-ফলাদি উৎপাদন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (বিকাল ৩:৫৯)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০