ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

যমুনা নিউজ বিডিঃ থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ।

আজ শনিবার সকালে হওয়া ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন সারোয়ার হোসেন। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুস্কর খীসা।

৪০ মিনিটে কর্নার থেকে সান্দেরারের গোলে ইন্দোনেশিয়া খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল। তবে পরের মিনিটে ফজলে হোসেন রাব্বির নিশানাভেদ ৩-১ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা। গোলের দেখা না পেলেও ম্যাচ সেরা হয়েছেন আসরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রেজাউল করিম বাবু।

আগামী ১০ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ মে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ৪:২২)
  • ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ