নিউজ ডেস্ক:
এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে রবিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণ সামণে রেখে মাঠে নামে বাংলাদেশ। বড় জয় ছিনিয়ে নেট রানরেটে এগিয়ে থাকতে ব্যর্থ হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে টাইগাররা। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির উপর ভর করে ৩৩৪ রানের বড় সংগ্রহ গড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১ উইকেট হারায় আফগানিস্তান। এরপর থেকে রান চাপে পড়ে কোণঠাসা হয় আফগানরা। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে ২৪৫ রানেই আটকে যায় রশিদ খানদের ইনিংস। এর মধ্য দিয়ে ৮৯ রানের জয় পেয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে।
ভোরের কাগজ