চিলমারীতে জনগণের হাতে টিসিবির পণ্য আটক

 

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে টিসিবি’র পণ্য খোলাবাজারে বিক্রি করার পরে, অটো রিক্সায় নিয়ে যাওয়ার সময় মালামালসহ দুই অটো রিক্সা কে আটক করেছেন স্থানীয় জনগণ।উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে শুক্রবার দুপুরে এসব পণ্য আটক করে রমনা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। আটককৃত পণ্য গুলো হল ৩টি বস্তা ভর্তি (১০০ কেজির বস্তা) তেলের বোতল, চিনি ১বস্তা (১০০কেজির বস্তা), ডাল ১বস্তা (৫০ কেজির বস্তা)। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দুপুরে রমনা ইউনিয়নের টিসিবির ডিলারের গোডাউন থেকে মালামাল নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া ও হোটেল ব্যবসায়ী মোঃ বিক্রম আলী। ওই সময় ৩বস্তা ভর্তি (১০০কেজির বস্তা) তেলের বোতল, চিনি ১বস্তা (১০০কেজির বস্তা), ডাল ১বস্তা (৫০ কেজির বস্তা)সহ দুটি অটোরিক্সা কে আটক করে, মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। জোড়গাছ নতুন বাজারের ঔষধ ব্যবসায়ী মোঃ মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুরে তার দোকানের সামন দিয়ে ২বার অটোরিক্সা ভর্তি টিসিবির পণ্য যাওয়া পর তৃতীয় বার তার সন্দেহ হলে রিক্সাটি আটক করে জিজ্ঞাসাবাদ করার সম, মালগুলি মোঃ ফারুক মিয়ার দোকানে যাচ্ছে বলে জানান রিক্সা চালক। পরে স্থানীয় জনগণ মালগুলি ইউনিয়ন পরিষদ চেয়াম্যানে জিম্মায় রাখেন। মোঃ মুকুল মিয়া জানান, ১ম রিক্সার মালামাল ইউনিয়ন পরিষদে রাখার পরে, হোটেল ব্যবসায়ী মোঃ বিক্রম আলীর দোকানের সামন থেকে আর ও এক রিক্সা মালামাল জব্দ করা হয়েছে। হোটেল ব্যবসায়ী মোঃ বিক্রম আলী জানান, আমার কয়েকটি টিসিবির কার্ড ছিল সে গুলোর মাল তুলেছি। রিক্সা ভর্তি মালের বিষয়ে তিনি কিছু জানেন না। টিসিবি ডিলার মোঃ গওছল আজম জানান, কার্ড দিয়ে মাল তুলে কয়েকটি মাল একত্রিত করে নিয়ে যাওয়ার পথে রাস্তায় কে বা কাহারা আটক করেছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। রমনা ইউপি চেয়ারম্যান মোঃনগোলাম আশেক আকা বলেন, ,টিসিবির মালের বিষয়ে আমি কিছু জানি না।স্থানীয়রা রাস্তা থেকে অটোরিক্সা ভর্তি টিসিবির মালামাল জব্দ করে পরিষদের গোডাউনে রেখেছেন ,চেয়ারম্যান হিসাবে বিষয়টি আমার জানা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি, টিসিবির মাল বাহিরে বিক্রি করার কোন সুযোগ নেই। আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ১১:১৬)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১