চট্টগ্রামের রাউজানে ৬টি ফার্মেসীর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা- অনুমোদনহীন ওষুধ রাখায়

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে অনুমোদনহীন ওষুধ রাখাসহ ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৬টি ফার্মেসীর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে রাউজান পৌরসভার জলিল নগর ও গহিরা এলাকায় ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।অভিযানে চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালনক মোঃ সাখাওয়াত হোসেন রাজু আকন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম দ্বীন ও রাউজান থানা পুলিশ ও আনসার সদস্য সহায়তা করেন। ইউএনও বলেন, রাউজানে কয়েকটি ওষুধ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৬টি ফার্মেসীর মালিককে আমরা ৬০ হাজার টাকা জরিমান করেছি।জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এই ধরনের কোন ওষুধ বিক্রি করতে দেওয়া হবে না।কেউ এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের কে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৫৬)
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১