প্রধানমন্ত্রী কতৃক “ক শ্রেণির’ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন

 

পিরোজপুর প্রতিনিধি :
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কতৃক “ক শ্রেণির’ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে সকালে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু,সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, কোষাধাক্ষ হাসিবুল ইসলাম হাসানসহ আরো অনেকে।

প্রেস কনফারেন্সে সদর উপজেলা নির্বাহী অফিসার আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ক শ্রেণীর ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে ১১২টি ও ৪র্থ পর্যায়ে ২১ টি মোট ১৩৩ টি নির্মিত গৃহ হস্তান্তর করা হবে। এছাড়াও ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত ২৭০ টি গৃহের মধ্যে ২৪৯ টি গৃহের নির্মান কাজ চলমান আছে। নির্মান কাজ শেষ হলে উপকারবূগীদের গৃহ হস্তান্তর করে পিরোজপুর সদর উপজেলাকে ‘ক” শ্রেণীর’ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

পিরোজপুর প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ২:৩৬)
  • ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০