সোনাগাজীতে নির্মাণের এক সপ্তাহের মধ্যে সড়ক ভেঙ্গে খালে!

সোনাগাজীতে নির্মাণের এক সপ্তাহের মধ্যে সড়ক ভেঙ্গে খালে! গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী, ফেনী থেকে:- সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর- চরখোয়াজ তেমুহনী থেকে পূর্বদিকে হাজী আবদুস সালাম সড়কের (আকবর চাপরাশি সড়ক) হাজী আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত ব্রীজ সড়ক ও গার্ড ওয়াল নির্মাণে নিম্নমানের কাজ হওয়ায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই সড়কের কিছু অংশ ভেঙ্গে খালে পড়েছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়- ৬২০ মিটার সড়ক কার্পেটিং ও গার্ড ওয়ালে ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, ব্রীজ নির্মাণের জন্য ২১লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত রমজান মাসে ব্রীজ সড়ক ও গার্ড ওয়াল নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। কিন্তু এক সপ্তাহ না যেতেই সড়ক ভেঙ্গে খালে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সড়ক সংস্কারের কাজ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে জাফর ইকবাল আজাদ জানান – ব্রীজের কাজ করায় ত্রুটির জন্য সড়কের এই অংশটি ভেঙে পড়েছে। ব্রীজের কাজ প্রাপ্ত ঠিকাদারের পক্ষে মোঃ রফিক জানান- খালে পানির স্রোত থাকায় ব্রীজের কাজ করতে কিছু সমস্যা হয়েছে এবং আমাদের আর্থিক ভাবে লোকসান হবে। সোনাগাজী উপজেলা ইঞ্জিনিয়ার মনির হোসেন খাঁন জানান – ঠিকাদার করিম হাজারী সড়কটির কাজ পেয়েছে, সড়ক ভেঙ্গে পড়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ইতিমধ্যেই ঠিকাদারকে কাজ পুনঃসংস্কার করার জন্য বলা হয়েছে। কাজ ঠিকমতো বুঝিয়ে দেওয়া নাহলে বিল কর্তন সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৪:২২)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১