কবিতা: আষাঢ়ে – কবি বি এম ওমর ফারুক

আষাঢ়ে আকাশ থাকে মেঘে মেঘে ঢাকা
দ্বিপ্রহরেও রবিরশ্মি যায় না যে দেখা।
দেবারাত্রি হয়ে যে মুষলধারে বৃষ্টি,
পথ ঘাটে হয় যে কাঁদার সৃষ্টি।
খাল বিল ডোবা ভরে বৃষ্টি জলে,
ঘরবাড়ি ডুবে যায় পাহাড়ের ঢালে।
সবাই বলে এবারও হবে নাকি বন্যা,
আগাম ই ভাবে ওরা কোথায় দিবে ধর্ণা
নদীতে মাছ নেই বলে কপাল মন্দ,
জাতীয় ফল শোভা পায় রুজি যে বন্ধ।
বিনা বর্জ্যে হয় বৃষ্টি আষাঢ়ের সৃষ্টি,
বন্যা-মাছের প্রতি সবার দৃষ্টি।
গ্যাঁ গোঁ ডাকে ব্যাংঙ, বস্ ছে ওদের মেলা,
আষাঢ়ের পানিতে করছে ওরা খেলা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:৩৭)
  • ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১