মতলব উত্তরে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের  উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

নাঈম মিয়াজী :
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
সোমবার(৬ জুন) মাদরাসা প্রাঙ্গণে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নূর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির মিয়াসহ অন্যান্য শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
তারা বলেন, সুনামের সহিত দায়িত্ব পালনকরা প্রিন্সিপালসহ ৩ শিক্ষক ও ২ ছাত্রদের  উপর  যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে যথাযত শাস্থির ব্যবস্থা নিতে হবে। সমাজের এমন নোংরা ঘটনাগুলো সমাজের জন্য ক্ষতিকারক।
 সমাজের শিক্ষিত ও যুব সমাজ যদি সচেতন হয়ে উঠে তাহলে এমন নেক্কারজনক ঘটনা থেকে সমাজকে মুক্ত করা যেতে পারে।
সমাজের মানুষ যদি চায়, প্রশাসনের যদি আন্তরিকতা থাকে  তাহলে আসামী গ্রেপ্তার হবেই।
এই হামলার যদি প্রকৃত বিচার না হয়, তাহলে আগামীতে কোনো শিক্ষকের মান মর্যাদা থাকবেনা।
  অতএব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্থির ব্যবস্থা নিতে থানা পুলিশকে অনুরোধ করছি।
উল্লেখ্য,গত রবিবার (৫ জুন ) বিকেলে খন্দকার কান্দি মাদ্রাসা প্রাঙ্গনে কিশোর গ্যাংদের হামলায় মাদ্রাসার প্রধানসহ শিক্ষক ও ছাত্ররা আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:১৫)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১