চিলমারীতে ভাসমান তেল ডিপো স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপোর অনেক লোকসান দেখিয়ে অন্য স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা’র প্রতিবাদে ও ডিপো স্থায়ী করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার পুটিমারী ঘাট এলাকায়, চিলমারী জ্বালানি রংপুর বিভাগ ট্যাংকলরী শ্রমিকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সাংগাঠনিক সম্পাদক রেজাউল
করিম খুশু, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, উপজেলা আ,লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন প্রমূখ। এসময় বক্তারা, ভাসমান তেল ডিপো স্থায়ীকরণ করাসহ অতি দ্রুত জ্বালানি তেল সরবরাহ করা ও দুর্নীতিবাজ কোম্পানি কর্মকর্তাদের
অপসারণের দাবী করেন। উল্লেখ্য, ১৯৮৯ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোশনের (বিপিসি) অধীনে থাকা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম কর্পোশনের দুটি বার্জ
নিয়ে চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভাসমান তেল ডিপো প্রতিষ্ঠিত হয়। সে সময় থেকে এ ভাসমান তেল ডিপোর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষক, ক্ষুদ্রশিল্প উদ্দ্যোক্তা ও ব্যবসায়ীরা সহজেই ব্যবহার যোগ্য জ্বালানি তেল পেত। বর্তমানে আড়াই বছর ধরে ডিপো দুটি তেল শুন্য হয়ে পড়ে আছে। এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়াম কর্পোশনের চিলমারী ডিপো ইনচার্জ মোঃ মহসিন আলী বলেন, আমি কিছুদিন হল এখানে যোগদান করেছি। তেলের চাহিদা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড’র চিলমারী ডিপোতে যোগাযোগ করা হলে ইনচার্জ মোঃ শাহজালালকে পাওয়া যায়নি।পরে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (বিকাল ৩:৪৬)
  • ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০