কলেজ শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও মৌন মিছিল

মো.মজিবুর রহমান রনি
হাজীগঞ্জে শিক্ষক হত্যার ও লাঞ্চিত করার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ১১টায় বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে “শিক্ষক সুরক্ষার আইন চাই, শিক্ষকদের নিরাপত্তা চাই” এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে শিক্ষক সমাজের মৌন মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।
ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লঞ্চিত করার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা ।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক আ.ন.ম মাহবুব এলাহী’র সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু প্রদীপ কুমার দাস, কাকৈরতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনির হোসেন পাটোয়ারী, মো.সেলিম মিয়া।
মানববন্ধনে সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
ওইসময় বলাখাল, রামপুর, নাসিরকোট, মেনাপুর, রাজারগাঁও, শ্রীপুর, বড়কুল, মালিগাঁও, টংগীরপাড়, রামচন্দ্রপুর, পালিশারা, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় সহ সর্বমোট ৩৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জে শিক্ষকদের মৌন মানববন্ধনে সার্বিক তত্বাবধানে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আশীষ চন্দ্র মজুমদার, হামাশিস অর্থ বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান, সহ-সভাপতি মো. আবু কাইয়ূম, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (বিকাল ৩:২৩)
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০