রাউজানে টিভি-ফ্রিজ,পাখা,গ্যাস সিলিন্ডারসহ তিন চোর আটক

 

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে তিন বন্ধু মিলে চুরি করতো জনশূণ্য বসত ঘরের জিনিষপত্র।বসতঘরের ছোটখাটো জিনিষপত্র নয়; টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রোসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র চুরি করে বিভিন্ন জনের কাছে গোপনে বিক্রি করতো তিন বন্ধু মিলে। অবশেষে এই তিন বন্ধু ধরা পড়েছে রাউজান থানা পুলিশের জালে। গতকাল ৮ আগষ্ট সোমবার ভোর রাতে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন, রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ি আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০) , একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালি জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)। জানা যায়,৩ আগষ্ট রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দিপাড়াস্থ প্রয়াত শ্যামল ভট্টচার্য্য এর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে তিন বন্ধু।ওই জনশূণ্য বসত ঘর থেকে জিনিষপত্র চুরি করেন এ তিন চোরের দল।চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ইলা ভট্টচার্য্য বাদি হয়ে মামলা দায়ের করলে থানায়।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানিয়েছে, গ্রেপ্তার তিনজন পেশাদার চোর।চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া চোরের দেয়ার তথ্যের ভিক্তিতে চোরাকৃত আসবাবপত্র উদ্ধার করা হয়। গত গতকাল সোমবার দুপুুরে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৭:৩০)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১