ফুলবাড়ীতে ওএমএস এর চাল বিক্রয় উদ্বোধন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) ও টিসিবির কাযক্রম সম্বনয় সাধনের মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় উদ্বোধন করা
হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে চৌধুরী মোড়ে প্রধান অতিথি হিসেবে খাদ্য শস্য বিক্রয় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি মো.আশ্রাফুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দীন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এলএসডি অনিমেষ কুমার সাহা,এজেন্ট আব্দুস সাত্তার প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন জানান,পৌর শহরের চারটি ডিলার কে প্রতিদিন ২টন করে,৮টন
চাল বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে থেকে ওএমএস এবং টিসিবি গ্রাহকদের কাছে জনপ্রতি সর্বচ্চ ৫ কেজি করে ৩০টাকা কেজি দরে চাল বিক্রয় করবে।
সেই সাথে সাতটি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ২জন করে ১৪জন ডিলারের মাধ্যমে জনপ্রতি ৩০কেজি করে ১৫ টাকা কেজি দরে গ্রাহকদের কাছে চাল বিক্রি করা হবে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৮:১৯)
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০