রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবছার নতুন দোকান পেয়ে খুশি

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আবছার সওদাগর নতুন করে ফিরে পেল মুদির দোকান।গত ১৭ জুলাই রবিবার ভোররাত ৩ টার সময়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছিল আবছারের মুদির দোকান।এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হন তিনি।এসময়ে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে দোকান নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।এরপর মেয়র জমির উদ্দিন পারভেজ পৌরসভার অর্থায়নে মালামালসহ দোকানটি পুনঃনির্মাণ করে দেয়।শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ফিতা কেটে নতুন দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।মালামালসহ নির্মিত নতুন দোকান পেয়ে খুশি আবছার।মোহাম্মদ আবছার বলেন,অগ্নিকাণ্ডে আমার দোকান সম্পূর্ণ পুড়ে যায়।পুনারায় আমাকে মালামালসহ নতুন দোকান নির্মাণ করে দেন মেয়র জমির উদ্দিন পারভেজ।নতুন করে ব্যবসা করার সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত অসহায় আবছার সওদাগরকে মালামালসহ একটি দোকান নির্মাণ করে দিতে পেরে আমি খুশি।একজন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে মহৎ কাজ।অসহায়, দরিদ্র,ক্ষতিগ্রস্ত, প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে থেকেই কাজ করে যাব।তাদের মুখে হাসি ফুটাতে পারলেই জীবন সার্থক হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১০:৪৬)
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০