হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গণ-অধিকার পরিষদ এর উপজেলা শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল বেলায় চিলমারী উপজেলা শাখার আহবায়ক, মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের পাশে গণ-অধিকার পরিষদের চিলমারী শাখা অফিসের শুভ উদ্বোধন করেন, এডঃ মোঃ সাজ্জাদুর হোসেন পলাশ আহবায়ক গণ-অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলার যুগ্ম আহবায়ক, মোঃ মশিউর রহমান বিনু। আর ও উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব, মোঃ তানভীরুল ইসলাম, উলিপুর উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব, মোঃ এনামুল হক, কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান হাফিজ, চিলমারী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সচিব মোঃ হযরত আলী আংগুর, সাবেক ছাত্র নেতা চিলমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, চিলমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন প্রমুখসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।