মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি হিসেবে মনোনীত হয়েছেন সোনারগাঁ থানার ওসি মাহাবু্ব আলম সুমন। আইন শৃঙ্খলা ও জনগনের নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়েছে। শ্রেষ্ট ওসি মনোনীত হওয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মানতা প্রদান ও পুরস্কৃত করা হয়েছেন।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) মাহাবুব আলমের হাতে সেরা ওসির সম্মাননা তুলে দেন। এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে সোনারগাঁ থানা ওসি মাহবুব আলম সুমন বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা।সোনারগাঁবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য সোনারগাঁবাসীকে ধন্যবাদ জানাই। আজকের এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিক ভাবে কাজ করার প্রেরণা যোগাবে।তিনি আরো বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে পারি। আগামীর পথচলায় আমার এই অবস্থান এবং দায়িত্ব যেন অতীতের মত পালন করতে পারি, আমি সোনারগাঁবাসীর কাছে সেই আশীর্বাদ চাইছি।
আপডেট টাইম : বুধবার, ডিসেম্বর ২১, ২০২২, ২০০ বার পঠিত