আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে” ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট ফেজ-11( এনএটিপি-২) ডিএই অংগ” প্রকল্পের আওতায় ফলন পার্থক্য কমানো প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর কামারচালা এলাকায় বৃহস্পতিবার বিকেলে বারি-১৮ জাতের সরিষা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির,কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক,অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্নী। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন সহ এলাকার কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার ইভা।