শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বাংলাদেশ রেলওয়েতে কর্মরত সকল গেটম্যান ও ষ্টেশনে কর্মরত পোর্টারদের মাঝে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র বিতরন করা হয়।
আজ (৩০ ডিসেম্বর) মানবতার ফেরিওয়ালা ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের ব্যক্তিগত উদ্যোগে হাতীবান্ধা উপজেলার ভোটমারী হতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে কর্মরত সকল গেটম্যান ও ষ্টেশনে কর্মরত পোর্টারদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এছারাও শীতবস্ত্র বিতরন চলমান থাকবে।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, মানুষের সেবা করেই আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করেছি। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।