বিডি কারেন্ট নিউজ ২৪’র আঞ্চলিক কার্যালয়ের আনন্দ ভ্রমণ

 

বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোরের আঞ্চলিক কার্যালয়ের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে পূর্বঘোষিত স্থানের বিপরীতে শনিবার পত্রিকার সকলের সরব উপস্থিতিতে শহরের অদূরে ফাইভস্টার পার্কে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

সবুজের সাথে প্রকৃতির অপার মেলবন্ধনে ঘেরা পর্যটন কেন্দ্রটিতে সকাল ৯ টায় পত্রিকার সদস্যরা একে একে এসে ভিড় জমাতে শুরু করেন।

দিনভর গানের তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন সাংবাদিকদের পরিবারবর্গ।

আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে বিডি কারেন্ট নিউজ২৪ এর সম্পাদক প্রভাষক ডাঃ শেখ মহসীনের সভাপতিত্বে, প্রধান সম্পাদক ও অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম মহসীন এবং বার্তা সম্পাদক মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর বর্তমান জনপ্রিয় প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

বৈরী আবহাওয়ার কারণে জরুরী সভায় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর বিচক্ষণ সিদ্ধান্তে আরামদায়ক স্থান নির্ধারন করায় সকলে কৃতজ্ঞতা জানান।

এ সময় বক্তব্য রাখেন- বিডি কারেন্ট নিউজ২৪ পরিচালনা পর্ষদের সদস্য নাজমুল হোসেন পাটওয়ারী, সাইফুল ইসলাম সেন্টু,ডাঃ শফি উল্ল্যাহ, অ্যাড. আবদুল হালিম পাটওয়ারী, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিক খান, জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, বিডি কারেন্ট নিউজ২৪’র সহকারী সম্পাদক শেখ এমদাদুল হাসান, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চীপ রিপোর্টার ও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক এইচ.এম আরিফ, সোনালী চাঁদপুর নিউজের সম্পাদক এস.আর শাহ আলম, সাংবাদিক রাসেল দেওয়ান, শেখ আবুল কালাম আজাদ, কাজী ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের আইটি বিভাগের চীপ মশিউর রহমান ও সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট জুবায়ের জয় উপস্থিত ছিলেন।

এসময় উদযাপন কমিটির শেখ রাসেল সুমন, মাসুম হোসেন শিপন, সাইফুল ইসলাম গাজী, রবিউল আলম,আবদুল কাদের বিপ্লব, মফিজুল ইসলাম, আমজাদ হোসেন লিটন, জাহাঙ্গীর আলম, নবীন ভূঁইয়া, মডারেটর কাজী ফাহিম ফিরোজ, মাফুজ খাঁন, তানজিল হোসেন, জোবায়ের আহমেদ, এস এম পারভেজ, আল-আমিন, জহির হোসেন, অমর চন্দ্র দাস, সম্পদ চন্দ্র শীল, রায়হান উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারাবী রাহমান জুয়েলের নির্দেশনায় মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হয়।

র‍্যাফেল ড্র অনুষ্ঠানে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত ও আবু হানিফ যৌথভাবে এবং সাংস্কৃতিক ও নৃত্য বিভাগে ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্যাহ আমান সঞ্চালনা করেন।

সবশেষে অতিথিগণ আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:০১)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০