নিজস্ব সংবাদদাতা ॥
চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নে অসহায় এবং দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত (১৩ জানুয়ারি) শুক্রবার সকালে হামান কর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ‘পরির্বতন’ সংগঠন এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো.সাজেদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মুরাদ, সিনিয়ির সহ-সভাপতি হাসান আল রিয়াদ, সহ-সভাপতি মো. ফখরুল খাঁন, সমাজকল্যাণ সম্পাদক আক্তার খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসান খাঁন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শ্রী প্রণব চন্দ্র শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খাঁন, নাইম সরওয়ার, সম্মানিত সদস্য মোহাম্মদ আলী-সহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আয়োজনে ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আজ আমরা লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। এর আগেও আমরা বিভিন্ন সময়ে অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা। উল্লেখ্য, ‘পরির্বতন’ সংগঠনটি চালু হওয়ার পর থেকে সামাজিক কাজ করে যাচ্ছে এবং অসহায় এবং গরীবদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।