ঠাকুরগাঁওয়ে রেল দুর্ঘটনায় আহত দুই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রেল দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করলে কত্যর্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়।
রোববার দুপুরের ঠাকুরগাঁও স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশে ছেড়ে যায় পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনটি। মাত্র দশ কিলোমিটার পথ পারি দিতেই সদরের শিবগঞ্জ এলাকার আমতলী নামকস্থানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেনটি।
এতে দুমরে মুচরে যায় ট্রাকটি প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেনারল হাসপাতালে ভর্তি করলে কত্যর্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান ট্রেনটি পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ১২ টা দশ মিনিটে ছেড়ে এসে ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ১টা দশ মিনিটে ঢাকার উদ্যেশে ছেড়ে গেলে দূর্ঘটনার কবলে পরে। তবে হতাহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:২৬)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০