হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাক্রম ‘২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নের সাথে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলার থানাহাট ইউনিয়নের চিলমারী সরকারি কলেজ মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ সাজ্জাতুল ইসলাম, সহ সভাপতি মোঃ নাহিদ নাজমুল, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনী রহমান প্রমূখসহ আর ও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে
মানববন্ধন শেষে সবাই উপজেলা শিক্ষা অফিসে একটি স্মারক লিপি প্রদান করেন।