পুরাণবাজার দাসপাড়া প্রভাতী সংঘের সরস্বতী পূজা ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের পুরাণবাজার বাদামতলী দাসপাড়া প্রভাতী সংঘের বর্ণিল আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি, ২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী পঞ্চমী তিথির শুভলগ্নে শিক্ষার্থীসহ নারী, পুরুষ, সম্মলিতভাবে দেবী চরনে অঞ্জলী প্রদান করেন। তারা বিশ্ব শান্তি ও নিজেদের সুখ শান্তি কামনা করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
রাত সাড়ে আটটায় প্রভাতী সংঘের উদ্যোগে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুমন সরকার জয়,জনতা শাখা ব্যাংকের ব্যবস্থাপক বলাই চন্দ্র সরকার, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার মিসেস তানিয়া খান, পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠাতা আশিক খান।
প্রভাতী সংঘের আহবায়ক রামগোপাল দাসের সভাপতিত্বে ও প্রভাতী দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক কিরণ দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,পৌর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রাজু দে, প্রচার সম্পাদক সুশান্ত ঘোষ।
এসময় শিব মন্দিরের সাধারণ সম্পাদক রাজিব দে,প্রভাতী সংঘের সদস্য সচিব বাবু দাস(গোপাল),সদস্য শাওন দাস,সমর রায়,জয় মজুমদার, সমিরণ দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:৫৪)
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১