ভালোবাসা প্রেম প্রীতি, এক কথা নয়
ভালোবাসা দুটি মনের মিলনে হয়।
ভালোবাসা চলে তব নিজের গতিতে,
ভালোবাসায় ব্যর্থ মরে আত্মহুতিতে।
ভালোবাসা করে কেহ বাধবে যে ঘর,
ভালোবাসায় নামতে কারো লাগে ডর ।
ভালোবাসা মানুষকে করে তোলে অন্ধ
ভালোবাসায় রেখো না কোন দ্বিধা দ্বন্দ্ব ।
ভালোবাসা মানে না কোন বাধা বন্ধন
ভালোবাসা মনে জায়গায় মৃদু স্পন্দন।
ভালোবাসা সবারই যেন প্রয়োজন,
ভালোবাসায় পৃথিবীতে এত আয়োজন ।
ভালোবাসা পাবার আশা সবাই করে,
ভালোবাসার জন্ম হোক সবার তরে ।