হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেরা খাতুনের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মরিয়ম শাহরিয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ বাশার, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার,কলেজের সহকরী অধ্যাপক এটিএম রুহুল আমিন, মোঃ কামরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলার পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে খেলাধুলা আরো উন্নত করতে উপজেলা পরিষদ থেকে বিভিন্ন খেলার সামগ্রী বিতরন করা হবে। খেলাধুলা করলে শিক্ষার্থীদের মন ও মানসিক বিকাশ ঘটে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:৩৩)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০