সোনারগাঁয়ে গাছে গাছে স্বর্ণালী মুকুল,আমের বাম্পার ফলনের আশা

মাজহারুল রাসেল : সোনারগাঁও উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের গাছে গাছে স্বর্ণালী মুকুল, আমের বাম্পার ফলনের আশা।
উপজেলার বেশির ভাগ আম গাছেই এবার মুকুল এসেছে। কোন কোন গাছের দিকে তাকালে মনে হয় যেন মুকুলের পাহাড়। ছোট-বড় সারি সারি আম গাছ ছেয়ে আছে স্বর্ণালী মুকুলে।দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।ভালো ফলনের আশা দেখছেন বাগান মালিকরা। ভালো ফলনের আশায় চলছে নানামুখি পরিচর্যা।
পোকা দমনে আমের মুকুলে ওষুধ ছিটাচ্ছেন বাগান মালিকরা। গাছের গোড়া ও বাগানের মাটি কুপিয়ে দেয়া হচ্ছে সেচ ও সার।
গেল বছরের তুলনায় এবার আম গাছে মুকুল এসেছে অনেক বেশি। আবহাওয়া অনুকুলে থাকলে ভাল ফলনের আশা করলেও কীটনাশক ও সারের দাম বৃদ্ধিতে বিপাকে বাগান মালিকরা। কিটনাশক ব্যবহারে সতর্কতার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান,গত বছরের তুলনায় এবার আম গাছে মুকুল এসেছে অনেক বেশি। বাগান পরির্যায় নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কীটনাশক প্রয়োগেও সতর্ক থাকার কথা বলছেন, সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:২৫)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০