হাকীম শাহাদাত হোসেন পাটওয়ারীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাকীম এম এম শাহাদাত হোসেন পাটওয়ারীর ৭ম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ ২০২৩ খ্রি. (বৃহস্পতিবার) চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাকীম এমএম শাহাদাত হোসেন পাটওয়ারীর ৭ম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ-সরল ও ধার্মিক একজন ব্যক্তি। ২০১৬ সালের ৯ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। ইউনানী চিকিৎসা শ্রাস্ত্রের উন্নয়নসহ শিক্ষকতা পেশায় তিনি ছিলেন একজন সফল মানুষ। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা সন্তানসহ রেখে যান অসংখ্য গুণগ্রাহী।

হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামাণিকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী শাহাদাত, বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কলেজ গভর্নিং সহ-সভাপতি ডাঃ মোজাম্মেল হক পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাকীম মোঃ শাহেদ হোসেন পাটওয়ারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক হাকীম ছালমা সুলতানা, সহকারী অধ্যাপক হাকীম মাহবুব হোসেন পাটওয়ারী, প্রভাষক হাকীম গুলজার খান, প্রভাষক হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামানিক, হাকীম মোঃ ওসমান গণি, হাকীম শামীম আহম্মদ, হাকীম শাহানাজ আক্তার, হাকীম মোঃ আল-মামুন প্রমুখ।

 

অনুষ্ঠানে মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের সকলের জন্যেও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১২:০৫)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১