আলোর পথে-যুব সাহিত্য ফোরামের স্বাধীনতা দিবস চিত্রাংকন ও কবিতা ছড়া পাঠ প্রতিযোগিতা শুরু

ডেস্ক নিউজ: ১২মার্চ
নগরীর বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ শিল্প সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সংগঠন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্রগ্রাম আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপনে চিত্রাংকন, কবিতা ছড়া পাঠ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই গতকাল শনিবার সকালে উদয়ন আইডিয়াল স্কুল প্রাংগনে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন স্কুলর প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশ গ্রহণ করে। চিত্রাংকন দুই ভাগে বিভক্ত হয়ে ৭জন , কবিতা ছড়ায় ৩জন এবং সুন্দর হাতের লেখায় ২জন আগামী শুক্রবার (১৭মার্চ) সকালে স্কুল সংলগ্ন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান নির্বাহী ও সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা।
গতকাল শনিবার সকালে চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্প কলার প্রাক্তণ শিক্ষার্থী মোঃ আমিরুল হক, উদয়ন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা,স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সদস্য মোঃ মোসলেম উদ্দিন বাহার, আমীর হোসেন, রাহাত হাসান প্রমুখ।
সংগঠনের যুগপূর্তি উৎসব পালনের অংশ হিসেবে গত ২মাস যাবত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করে সম্পন্ন হবে আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্রগ্রাম এর আয়োজিত অনুষ্ঠান মালা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:৫০)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০