মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া চৌরাস্তার মোড়ে ইয়াসিনের বিরিয়ানির দোকানের ভিতর থেকে আসামী ১. রনি(২৪), পিতাঃ আব্দুর রব, সাং- আলগি, থানাঃ মেঘনা, জেলাঃ কুমিল্লা; বর্তমান ঠিকানাঃ ঝাউচর শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া, থানাঃ সোনারগা, জেলাঃ নারায়ণগঞ্জ এবং ২. মোঃ রবিন মিয়া(২৩),পিতাঃ আব্দুল জাহের, থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ দ্বয়ের কাছ থেকে সর্বমোট ৩৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, মাদকের বিরুদ্ধে সোনারগাঁ থানা পুলিশ সব সময় সোচ্চার হয়ে অভিযান পরিচালনা করে সম্প্রতি একের পর এক বড় বড় মাদকের চালান আটক করেছি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তার ইয়াসিনের বিরিয়ানির দোকান থেকে ৩৬০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।