মানব সেবা সংস্থা (এইচ. এস.ও) উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
চাদঁপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন “মানব সেবা সংস্থা (এইচ. এস.ও), চাদঁপুর”
গতকাল ৩১ মার্চ  শুক্রবার চাঁদপুর সদর ফরিদগঞ্জ এবং হাজীগঞ্জ উপজেলায় ৯০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
এই সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-আমিন আহমেদ, কামরুল হাছান, জুম্মান. সুইম. হিমেল, সাজ্জাদ, আকলিমা, আঁখি আক্তার, পলি, আরমিন মজুমদার, বৃষ্টি, জান্নাত।
প্রতিষ্ঠাতা ও সভাপতি  আল-আমিন আহমেদ
জানান, মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাদের এ পথচলা। মানুষের সেবায় নিয়মিত কাজ করছেন তারা। তাদের পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রবাসীরাও।
ইফতার সামগ্রী ছাড়াও  বিভিন্ন সময় আমরা সমাজ সেবামূলক কাজ করে আসছি।
“মানব সেবা সংস্থা(এইচ.এস.ও), সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, গরিব ও অসহায়দের কল্যানে কাজ করে যাবে। এর ধারাবাহিকতা বজায় রেখে সর্বদা মানব কল্যাণে ব্রত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা ও সভাপতি  আল-আমিন আহমেদ  আরো বলেন যারা এই কার্যক্রমে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সংগঠনকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (ভোর ৫:২০)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১