জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলার সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
৫ এপ্রিল বুধবার বিকেলে শেরপুর রোটারি ক্লাব ভবনে ওই সভা ও ইফতার মাহফিল হয়।
বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলা শাখা ওইসবের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক নূর-ই-আলম চঞ্চল ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বক্তব্য দেন বিজয় টিভির জেলা প্রতিনিধি জি এম আফসার বাবুল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দেশ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, বাংলাদশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা শাখার সদস্য নাজমুল আলম ও সাইদুর রহমান আপন, নকলা উপজেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক জাহাঙ্গীর হোসেন আহমেদ, ঝিনাইগাতি উপজেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, নালিতাবাড়ি উপজেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক আবুল কাসেম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব শেরপুরের সদস্য সচিব নমশের আলম।
ওই সময় বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং স্থানীয় অতিথি সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।