নারী সংগঠন ‘বিজয়ী’ এর ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
শতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ  নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থার ইফতার পাটি অনুষ্ঠিত হয়। আজ ৭ই এপ্রিল পুরান বাজারের ভাইরাল প্রাকৃতিক সুন্দরে ভরপুর জায়গা রওনাগোয়ালে বিজয়ী এর পক্ষ থেকে উদ্যোমী নারীদেরকে একত্রিত করে এক প্লাটফরমে কাজ করার উদ্দেশ্যে আলোচনা সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়।
পাশাপাশি বিজয়ী সোস্যাল ফেইসবুক গ্রুপে ১০০০০ সদস্য হওয়ার কেক কেটে ১০ কে সেলিব্রেশন করেন অতিথিবৃন্দ।
নারীদেরকে স্বাবলম্বী, দক্ষ করতে সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করে বক্তব্য রাখেন  সমাজ সেবক লায়ন মাহমুদ হাসান খান, পৌর কমিউনিটি পুলিরশের সাধারন সম্পাদক  রোটারিয়ান জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহাদাত হোসেন শাকিল  চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, ইনার উইল ক্লাব এর এডিটর নাসরিন আক্তার, জয়ধ্বনি সংগীত বিদ্যায়তন এর অধ্যক্ষ সুদিপ তন্ময়, প্রান্তিক এর প্রতিষ্ঠাতা কাজী রাসেল, তরুন সমাজ সেবক লুৎফুর রহমান, দৈনিক বাংলাদেশর আলো জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, নারী উদ্যোক্তা নূসরাত তানিয়া, সমাজ সেবক কবি ফয়েজ খান, মূসা তাপদার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাগন।
 বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল উদ্যোক্তাদের মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী শত শত নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে ১০ হাজার সদস্যদের এক বিশাল সোস্যাল মিডিয়ার বড় গ্রুপ বিজয়ী। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো। এ সময় উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিক ভাবে যারা সহায়তা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তানিয়া খান চাঁদপুর সহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি মুঠোফোনে সকল বিজয়ীর সদস্য বিজয়ী নারীদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন চাঁদপুরের মেয়ে হিসেবে আমি চাই চাঁদপুরের নারীদের কল্যানে কাজ করতে বিজয়ী নিয়ে পথ চলা শুরু করেছি। আল্লাহ সহায়ক হলে ইনশাআল্লাহ চাঁদপুরের নারীদেরকে নিয়ে বিজয়ী হবো।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:৩২)
  • ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০