কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে কোরআন খতম ও ইফতার দোয়া

সুজন পোদ্দার,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা ও সর্বজনীন কল্যাণে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে কোরআন খতম ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয় । পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।
এসময় দোয়া ও মোনাজাতে অংশ নেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কেন্দ্রীয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাতেন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছল খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনছুর উদ্দিন কেনু, জাফরুল হাসান শাহীন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক মেহেদী হাসানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহদ্দিরবাগ আলহাজ্ব সুলতান ভূঁইয়া কমপ্লেক্স ও এতিমখানার হাফেজ মাওলানা শাজাহান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১১:২৬)
  • ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০