সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীতে

নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ডার নাজমুল হক রঞ্জন বলেন, এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ ঈশ্বরদীতে ১৪ এপ্রিল তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৫ এপ্রিল রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রখর রোদ আর তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা-ঘাটে যানবাহন ও মানুষের চলাচলও কমে গিয়েছে। গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্ক মানুষজন।

আজ বিকেল চারটা পর্যন্ত রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। ৮ বছর ১০ মাসের মধ্যে আজ রাজশাহীতে সবচেয়ে উত্তপ্ত দিন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:৩৭)
  • ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০