শহীদ জাফর সড়কে অতিরিক্ত ইট বোঝাই গাড়ির কারণে ঘটছে দুর্ঘটনা- মরছে নিরিহ মানুষ

 

 

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃক্ষবানুপুর, বৃন্দাবনপুর এলাকায় গড়ে উঠেছে ১১টি ইটের ভাটা।এসব ইটের ভাটায় প্রতিদিন রাউজানের পাহাড়ী এলাকা ও ফটিকছড়ি থেকে নিধন করা বৃক্ষ জীপ ভর্তি করে ইটের ভাটায় নিয়ে আসেন কাঠ ব্যবসায়ীরা।এসব কাঠ ইটভাটায় জ্বালানী কাঠ হিসাবে পোড়ানো হয়। ইটভাটায় ইট তৈরির কাজে ব্যবহার হচ্ছে কৃষি জমি ও পাহাড়ি মাটি। সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি এলাকায় গড়ে উঠা অবৈধ ইট ভাটাগুলো ঐ এলাকা পরিবেশ যেমন নষ্ট করছে, তেমনি ধ্বংস করছে কৃষি জমি ও পাহাড় টিলা। স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিন শহীদ জাফর সড়ক ও এয়াছিন শাহ সড়ক দিয়ে ইট ভর্তি ভারী জীপ, ট্রাক চলাচল করে। এ সড়ক গুলোতে জীপ গাড়ি ১ হাজার ইট পরিবহন করার নিয়ম থাকলেও তা অমান্য করে প্রতিটি জীপ গাড়ি ২ হাজার ইট পরিবহন করা হয়।ট্রাকে ৩ হাজার থেকে ৪ হাজার ইট পরিবহনের নিয়ম থাকলেও তা অমান্য করে প্রতিটি ট্রাকে ৫ হাজার থেকে ৬ হাজার ইট ভর্তি করে সড়ক দিয়ে চলাচল করছে প্রতিনিয়ত। এছাড়াও কয়েকটি ইটভাটায় ইট পোড়ানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় ভারী ট্রাক ভর্তি করে কয়লা আনা হয় । কয়লা সহ ৪০ মেট্রিক টন ওজনের ভারী ট্রাক শহীদ জাফর সড়ক ও এয়াছিন শাহ সড়ক দিয়ে ইটভাটাগুলোতে নিয়ে যাওয়া হয় । অতিরিক্ত ইট বোঝাই করে সড়ক দিয়ে চলাচলকারী জীপ গাড়ীর কোন লাইসেন্স নেই। জীপ গাড়ীর চালকেরও নেই ড্রাইভিং লাইসেন্স । জীপ গড়ির চালকদের মধ্যে রয়েছে অপ্রাপ্ত বয়স্ক কিশোর। অতিরিক্ত ইট বোঝাই করে সড়ক দিয়ে চলাচলকারী ট্রাকের মধ্যে অধিকাংশ ট্রাকের চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স বিহীন চালক দিয়ে অতিরিক্ত ইট বোঝাই ট্রাক ও জীপ চলাচলের ফলে সড়কের ক্ষতি হচ্ছে । অপরদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ২ মে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত ইট বোঝাই একটি জীপের ধাক্কায় আলমগীর নামের এক ফার্নিসার দোকানের মিস্ত্রী নিহত হয় । রাউজানের হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, সড়ক দিয়ে অতিরিক্ত ইট বোঝাই করে চলাচলকারী জীপ ও ট্রাকের মধ্যে অধিকাংশ ট্রাক ও জীপের কোন লাইসেন্স নেই। চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। এলাকার লোকজনের অনুরোধে আমি সড়ক দিয়ে চলাচলকারী জীপ ও ট্রাকের মালিক ও চালকদের নিয়ে সড়কে দুঘর্টনা প্রতিরোধে সভা ডেকেছি । সভায় সিদ্ধান্ত নেওয়া হবে লাইসেন্স বিহীন কোন জীপ ও ট্রাক সড়ক দিয়ে ইট পরিবহন করতে না পারে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া জীপ ও ট্রাক সড়ক দিয়ে চলাচল করতে পারবেনা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১:২০)
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০